জামালপুরে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু

জেলা প্রশাসক আহম্মেদ কবীর অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে সাতদিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে ২৩ এপ্রিল সকালে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক আহম্মেদ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পিপিএম বার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক আহম্মেদ কবীর অন্যান্য অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন।

মেলায় বিভিন্ন পণ্যের ব্যবসায়ীগণ দোকান বরাদ্দ নিয়েছেন। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।