মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাহমুদা সালাম মহিলা কলেজে পহেলা ফাল্গুনে বসন্তবরণ পালন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজ মাঠে এ বসন্তবরণ অনুষ্ঠান পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্তবরণ উৎসবের উদ্ধোধন করেন।
মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ এমদাদুল হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রওশোন জামান, বাংলা বিভাগের প্রধান শাহেদ আলী, সহযোগী অধ্যাপক রমেশ চন্দ্র সূত্রধর, গোলাপ উদ্দিন, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম সিরাজি প্রমুখ।
সারাদিন ব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক ও সুধিবৃন্দরা নেচে গেয়ে উৎসবকে প্রাণবন্ত করে রাখেন।