![](http://banglarchithi.com/wp-content/uploads/2019/01/kusto.jpg)
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম
‘বৈষম্য, অপবাদ ও ও কুসংস্কার, কুষ্ঠ রোগের প্রতি না থাকুক আর’ এই প্রতিপাদ্যের আলোকে ২৭ জানুয়ারি জামালপুরে পালিত হয় বিশ্ব কুষ্ঠ দিবস। এ উপলক্ষে জামালপুর শহরের বকুলতলা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহা. আক্তারুজ্জামান।
পরে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়।
সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক মোন্তাকিম মাহমুদ সাফি, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক কবীর মো. মনিরুল আজম খান প্রমুখ।