ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জামালপুরে সিপিবির গণতন্ত্র অভিযাত্রা শুরু জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে : সমাজকল্যাণ উপদেষ্টা সংস্কার কার্যক্রম শেষে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর : উপদেষ্টা মাহফুজ আলম অতীতের চেয়ে এবারের বিপিএলের উইকেট ভালো : নবি ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করলো পিসিবি সৌদি আরব চাইলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে: ট্রাম্প ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া তারুণ্য উৎসব : নিউট্রিশন অলিম্পিয়াডে এপির কুইজ প্রতিযোগিতা সরিষাবাড়ীতে মাথায় গাছ পড়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু

জামালপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সকালে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর। তিনি তার বক্তব্যে বলেন, দেশ এখন সমৃদ্ধির পথে। মানুষের গড় আয় বেড়েছে অনেক। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে দেশ আজ সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছে। তিনি সুস্থ সবল আগামী প্রজন্ম গড়ে তুলবার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মীকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকির প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি থেকে সারা দেশের ন্যায় জামালপুরে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৬৯২টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ২০৩ জন শিশু এবং একই বয়সী প্রতিবন্ধী ১৫৭ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৩১৩ জন শিশু এবং একই বয়সী ৬২৩ জন প্রতিবন্ধী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। যাতে কোনো শিশু এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সকলকে নজর রাখার আহবান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে জামালপুরে সিপিবির গণতন্ত্র অভিযাত্রা শুরু

জামালপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

আপডেট সময় ০৯:০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জানুয়ারী ২০১৯
অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দ্বিতীয় রাউন্ড উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি সকালে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর। তিনি তার বক্তব্যে বলেন, দেশ এখন সমৃদ্ধির পথে। মানুষের গড় আয় বেড়েছে অনেক। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের চেতনা বুকে নিয়ে দেশ আজ সেই স্বপ্নের পথে অনেক দূর এগিয়েছে। তিনি সুস্থ সবল আগামী প্রজন্ম গড়ে তুলবার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মীকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।

সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হেলিম ফকির প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি থেকে সারা দেশের ন্যায় জামালপুরে শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৬৯২টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ২০৩ জন শিশু এবং একই বয়সী প্রতিবন্ধী ১৫৭ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৩১৩ জন শিশু এবং একই বয়সী ৬২৩ জন প্রতিবন্ধী শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। যাতে কোনো শিশু এই ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে সকলকে নজর রাখার আহবান জানানো হয়।