ইসলামপুরে আমন চাল সংগ্রহ শুরু

ফিতা কেটে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

সাহিদুর রহমান
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় খাদ্য অধিদপ্তরের অভ্যন্তরীন খাদ্যশস্য আমন চাল সংগ্রহ শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর ইসলামপুর খাদ্যগুদামের আয়োজনে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান।

আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান, খাদ্য উপপরিদর্শক রাফ সাম জানী বাবু, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ২০১৮-১৯ অর্থ বছরের ১ হাজার ৬২০ মেট্রিক টন আমন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। এ সংগ্রহ অভিযান আগামী ২৮ ফেব্রুয়ারি ২০১৯ সাল পর্যন্ত চলবে।