শেরপুরে এসএসসি ফরম পূরণের দাবিতে সড়ক অবরোধ

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠি ডটকম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষার ফরম পূরণের দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ( টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। ১৯ নভেম্বর বিকেলে উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শেরপুর-রাংটিয়া সড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে।
সূত্র জানায় যায়, উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৮৫ জন শিক্ষার্থী এবার এসএসসি নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ১০১ জন শিক্ষার্থী কৃতকার্য এবং ৮৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঘোষণা অনুযায়ী এসএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই অকৃতকার্য শিক্ষার্থীরা ফরম পূরণের সুযোগের দাবিতে এ বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ চলাকালীন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান সম্মলিত প্লে-কার্ড প্রদর্শন করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের এসএসসি নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরম পূরণ করতে দিচ্ছে না। এ সময় পুনরায় পরীক্ষার নেওয়ার দাবী জানায় আন্দোলন শিক্ষার্থীরা।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, বিদ্যালয়ে শ্রেণি কক্ষে নামমাত্র পাঠদান করিয়ে আমাদের প্রাইভেট পড়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। আর প্রাইভেট না পড়লে অনেক সময় ফেল করানো হয়।
ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ বলেন, সরকারি নিয়মানুযায়ী অকৃতকার্য শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু পুনরায় পরীক্ষা নেওয়া যায় কিনা তা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো যাবে।
এ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, সরকারি পরিপত্র মেনে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করা হচ্ছে। এর বাহিরে কোন সুযোগ নেই।
উল্লেখ্য, উপজেলার ১৯টি শিক্ষা-প্রতিষ্ঠানের এসএসসি নির্বাচনী পরীক্ষায় প্রায় ১ হাজার ৮০০ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে প্রায় ৩০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়।
- দেওয়ানগঞ্জে ১২০ জন দরিদ্র পেলেন কম্বল
- জামালপুরে ১৪৭৮ গৃহহীন পরিবার পাচ্ছে ঘর, ২৩ জানুয়ারি দলিল হস্তান্তর
- ইসলামপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ হারালো ওয়ার্ডবয়
- মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে যুবলীগের মিছিল
- শেখ হাসিনার নেতৃত্বে করোনা টিকা প্রদানের কাজ সফলতার সাথে শেষ হবে : ওবায়দুল কাদের
- ভারত সরকারের দেওয়া ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর
- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন
- চিকিৎসাধীন সাংবাদিক লুৎফর রহমানকে দেখতে হাসপাতালে ধর্ম প্রতিমন্ত্রী
- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- জামালপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এক বছর পূর্তি পালিত
- দেওয়ানগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ দুজন গ্রেপ্তার
- বকশীগঞ্জে জমি দখলের অভিযোগ ভুক্তভোগী পরিবারের
- ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
- ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ছাগল বিতরণ
- যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি বাইডেনের শপথ