
মমিনুল ইসলাম কিসমত
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর সকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বেগম জহুরা লতিফ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানিক, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা ফজলুর রহমান, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, দৃষ্টিবাংলা’র নির্বাহী পরিচালক বাদশা ভুইঞা প্রমুখ।
অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।