খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশের বলছে, নিহত ওই ব্যক্তি ‘পাগল’ ছিলেন।

২৬ অক্টোবর সকালে খিলক্ষেত এলাকায় উড়াল সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই রবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে খিলক্ষেতে রেললাইনের ওপর ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তিনি জানান, নিহত ওই ব্যক্তির পরনে ছিল গেঞ্জি ও সাদা-নীল রঙের লুঙ্গি। ট্রেনের ধাক্কায় তার মাথা ফেটে গিয়েছিল। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad