
মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম
‘অকৃত্রিম ভালবাসা সূত্রহীন সত্তা, বন্ধু দেহের অভিন্ন আত্মা’ এই প্রতিপাদ্যে সার্কেল-৯৬ জামালপুরের সদস্যরা দিনব্যাপী বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করেছেন।

২০ অক্টোবর সকালে জামালপুর রেলস্টেশন প্লাটফরমে পরিষ্কার পরিছন্নতা অভিযান ও স্থায়ীভাবে সার্কেল-৯৬ জামালপুরের নিজস্ব অর্থায়নে চারটি ডাস্টবিন স্থাপন করা হয়। ডাস্টবিন স্থাপন আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামালপুর রেলস্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম।
এদিকে ২০ অক্টোবর দুপুরে জামালপুর জিলা স্কুল মাঠে সার্কেল-৯৬ জামালপুরের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচ শেষে তারা দুপুরের খাবারের আয়োজন করে।
