ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরুন্দিতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত শেখ মুজিবকে দেবতা বানানোর চেষ্টা করা হয়েছিল : হাবিব উন নবী খান সোহেল বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত আদালত, প্রসিকিউশন, প্রশাসন ও পুলিশের সমন্বয়ে কাজ করলে জনগণ ন্যায়বিচার পাবে : আইন উপদেষ্টা অপারেশন ডেভিল হান্টে কোন দুষ্কৃতকারী যেন রেহাই না পায় : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনা শীর্ষ অটো প্রতিষ্ঠান বিওয়াইডি এআই ডিপসিক প্রযুক্তির গাড়ি আনছে প্রশান্ত মহাসাগরীয় দেশ ভানুয়াতুর প্রধানমন্ত্রী নির্বাচিত অঘোষিত সেমিফাইনালে ১২ ফেব্রুয়ারি মুখোমুখি পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা জামালপুরে যুব অনূর্ধ্ব ১৮ কাবাডি প্রতিযোগিতা শুরু

দেওয়ানগঞ্জে চার টিকিট কালোবাজারির জেল, জরিমানা

দেওয়ানগঞ্জ রেলস্টেশনে আটক চার টিকেট কালোবাজারি। ছবি : বাংলারচিঠি ডটকম

দেওয়ানগঞ্জ রেলস্টেশনে আটক চার টিকেট কালোবাজারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে আটক আন্ত:নগর ট্রেনের চারজন টিকেট কালোবাজারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ২০ অক্টোবর দুপুরে নির্বাহী হাকিম ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার উপস্থিতিতে র‌্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ অভিযান চালান।

র‌্যাব সূত্রে জানা গেছে, আন্ত:নগর বিভিন্ন ট্রেনের টিকেট কালোবাজারি রোধে র‌্যাবের একটি দল ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় চারজন টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিক নির্বাহী হাকিমের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আটক চারজন টিকেট কালোবাজারির মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার কয়বত্তপাড়া গ্রামের হরিপদ চন্দ্র দাসের ছেলে সুব্রত চন্দ্র দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, রেলকলোনি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. জাবেদ আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বাদেশ্বরীবাড়ি গ্রামের মো. নাসিম মিয়ার ছেলে মো. কুটুম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মৃত মুনসুর আলীর ছেলে মো. শামসুল হককে ২০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর চারজন টিকেট কালোবাজারিকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরুন্দিতে বীর মুক্তিযোদ্ধা হামিদুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

দেওয়ানগঞ্জে চার টিকিট কালোবাজারির জেল, জরিমানা

আপডেট সময় ১১:২৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
দেওয়ানগঞ্জ রেলস্টেশনে আটক চার টিকেট কালোবাজারি। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে আটক আন্ত:নগর ট্রেনের চারজন টিকেট কালোবাজারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। ২০ অক্টোবর দুপুরে নির্বাহী হাকিম ও দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার উপস্থিতিতে র‌্যাব-১৪ জামালপুর সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এ অভিযান চালান।

র‌্যাব সূত্রে জানা গেছে, আন্ত:নগর বিভিন্ন ট্রেনের টিকেট কালোবাজারি রোধে র‌্যাবের একটি দল ২০ অক্টোবর দুপুর আড়াইটার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় চারজন টিকেট কালোবাজারিকে হাতেনাতে আটক করা হয়। পরে তাৎক্ষণিক নির্বাহী হাকিমের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আটক চারজন টিকেট কালোবাজারির মধ্যে দেওয়ানগঞ্জ উপজেলার কয়বত্তপাড়া গ্রামের হরিপদ চন্দ্র দাসের ছেলে সুব্রত চন্দ্র দাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, রেলকলোনি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. জাবেদ আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, বাদেশ্বরীবাড়ি গ্রামের মো. নাসিম মিয়ার ছেলে মো. কুটুম মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মৃত মুনসুর আলীর ছেলে মো. শামসুল হককে ২০ হাজার টাকা জরিমানা ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর চারজন টিকেট কালোবাজারিকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।