জামালপুরে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রমিক জনসভায় নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা
জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জাতীয় শ্রমিকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে শ্রমিক জনসভা করেছে শ্রমিকলীগের নেতৃবৃন্দ। ১২ অক্টোবর বিকেলে কেন্দ্রীয় বাসটার্মিনাল ভবনে জেলা শ্রমিকলীগ এ শ্রমিক জনসভার আয়োজন করে।

জেলা শ্রমিকলীগের সভাপতি মসিউর রহমান বাবুর সভাপতিত্বে ও সম্পাদক আব্দুল আউয়াল চিশতীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ ও জেলা যুবমহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।

বক্তারা একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।

sarkar furniture Ad
Green House Ad