ফেসবুক জটিলতায় পল্টন থানায় মির্জা ফখরুলের জিডি

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক একাউন্ট না থাকা স্বত্বেও তার নামে একাধিক আইডি পাওয়ার অভিযোগ এনে পল্টন থানায় জিডি করা হয়েছে।

বিএনপি মহাসচিববের পক্ষ থেকে ১১ অক্টোবর দুপুরে রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী মো.ইউনুস আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়, আমার নামে কয়েকটি ফেসবুক একাউন্ট কে বা কারা চালু করেছে, তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভূইয়া, ঢাকা এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক একাউন্ট খুলিনি।’

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) এ কে সুলতানা বলেন, ‘এরইমধ্যে এটি থানায় নথিভুক্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি দেখছি। ডিএমপির সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad