ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ দানবীয় হয়েছিল বলেই পলায়ন করতে হয়েছে : শামীম তালুকদার লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়তে বাধ্য হাজারো মানুষ এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের ট্রাম্প চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন দুরমুটে সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণ ও হত্যা : র‌্যাবের অভিযানে সন্দেহভাজন আসামি রাসেল গ্রেপ্তার তারেক রহমানের ভিডিও বার্তা একেকটি কবিতার মতো : ব্যারিস্টার মওদুদ আহমেদ খান মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কেন্দুয়া ইউনিয়নে আওয়ামী লীগের জনসভা

জনসভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : আলী আকবর

জনসভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : আলী আকবর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রথমবারের মতো একটি জনসভা আয়োজনের মধ্য দিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। জেলা আওয়ামী লীগের সার্বিক নির্দেশনায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ৬ অক্টোবর বিকেলে স্থানীয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করে।

জানা গেছে, জনসভা আয়োজনকে ঘিরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ পাশর্^বর্তী কয়েকটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের একাধিক মনোয়ন প্রত্যাশীদের সমর্থকরা নৌকা প্রতীক, মুক্তিযুদ্ধের ভাস্কর্যসহ নানা সাজ সজ্জায় জনসভায় অংশ নেয়। ইউনিয়ন আওয়ামী লীগ ছাড়াও জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীরা এ জনসভায় যোগ দেন। বিকেল পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীদের জনসভাস্থলে অবস্থান করতে দেখা যায়। জনসভার মূল আলোচনা সভা শেষে বাউল সঙ্গীত শিল্পী রিঙ্কু ও শাহনাজ বেলী গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।

জনসভার প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম টানা প্রায় এক ঘন্টা সময় ধরে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বিএনপি-জামাত জোট সরকারের সময়কার সীমাহীন দুর্নীতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতনসহ সারা দেশের অস্থিতিশীল পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘বিএনপি আবারও আন্দোলন সহিংসতার নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিটি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের সেরা প্রধানমন্ত্রীদের একজন। আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকেই আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় সারা দেশের ন্যায় জামালপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলে জামালপুর জেলায় পায় ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জামালপুর সদর আসনসহ পাঁচটি আসনেই আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। কিন্তু মনোনয়ন দিবেন শেখ হাসিনা। জামালপুরের উন্নয়নের সার্থেই প্রধানমন্ত্রীর সাথে আমরা বেঈমানী করতে পারবো না। তাই শেখ হাসিনা আগামী নির্বাচনে যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করে জামালপুরের পাঁচটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’

জনসভায় আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীর উপস্থিতি। ছবি : বাংলার চিঠি ডটকম

কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মো. বাকী বিল্লাহ, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আইনজীবী জাহিদ আনোয়ার, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার ও আইনজীবী আমানুল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মোজাফ্ফর হোসেন ও সাইদুর রহমান শেলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান ও সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দানবীয় হয়েছিল বলেই পলায়ন করতে হয়েছে : শামীম তালুকদার

কেন্দুয়া ইউনিয়নে আওয়ামী লীগের জনসভা

আপডেট সময় ১১:০০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
জনসভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। ছবি : আলী আকবর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই প্রথমবারের মতো একটি জনসভা আয়োজনের মধ্য দিয়ে জামালপুর জেলা আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে। জেলা আওয়ামী লীগের সার্বিক নির্দেশনায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ৬ অক্টোবর বিকেলে স্থানীয় বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভার আয়োজন করে।

জানা গেছে, জনসভা আয়োজনকে ঘিরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ পাশর্^বর্তী কয়েকটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের একাধিক মনোয়ন প্রত্যাশীদের সমর্থকরা নৌকা প্রতীক, মুক্তিযুদ্ধের ভাস্কর্যসহ নানা সাজ সজ্জায় জনসভায় অংশ নেয়। ইউনিয়ন আওয়ামী লীগ ছাড়াও জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা-কর্মীরা এ জনসভায় যোগ দেন। বিকেল পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার নেতাকর্মীদের জনসভাস্থলে অবস্থান করতে দেখা যায়। জনসভার মূল আলোচনা সভা শেষে বাউল সঙ্গীত শিল্পী রিঙ্কু ও শাহনাজ বেলী গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।

জনসভার প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম টানা প্রায় এক ঘন্টা সময় ধরে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে বিএনপি-জামাত জোট সরকারের সময়কার সীমাহীন দুর্নীতি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, নির্যাতনসহ সারা দেশের অস্থিতিশীল পরিস্থিতির বিস্তারিত তুলে ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘বিএনপি আবারও আন্দোলন সহিংসতার নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিটি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নেই।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের সেরা প্রধানমন্ত্রীদের একজন। আওয়ামী লীগের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকেই আবারো প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নিতে হবে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় সারা দেশের ন্যায় জামালপুরেও ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলে জামালপুর জেলায় পায় ৫০ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।’

প্রতিমন্ত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জামালপুর সদর আসনসহ পাঁচটি আসনেই আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। কিন্তু মনোনয়ন দিবেন শেখ হাসিনা। জামালপুরের উন্নয়নের সার্থেই প্রধানমন্ত্রীর সাথে আমরা বেঈমানী করতে পারবো না। তাই শেখ হাসিনা আগামী নির্বাচনে যাকেই নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করে জামালপুরের পাঁচটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’

জনসভায় আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মীর উপস্থিতি। ছবি : বাংলার চিঠি ডটকম

কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক নুরলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মো. বাকী বিল্লাহ, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আইনজীবী জাহিদ আনোয়ার, অধ্যাপক আশরাফ হোসেন তরফদার ও আইনজীবী আমানুল্লাহ আকাশ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মোজাফ্ফর হোসেন ও সাইদুর রহমান শেলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান ও সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।