সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২ অক্টোবর সন্ধ্যায় মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা তাঁতীলীগ আয়োজিত আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নজরুলকে আহ্বায়ক ও বেলোয়ারকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কমিটি ঘোষণা করেন ।
উপজেলা তাঁতীলীগের সভাপতি হাফিজ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন স্বাধীন, আব্দুর রাজ্জাক লাল মিয়া প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খান কুটটু।