নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের কম্পপুর মোড়ে ১ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে চালক সনদ, রেজিস্টেশন ফিটনেস সার্টিফিকেট ও পারমিট ব্যতীত গাড়ি চালানোয় চারজন চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা সুলতানা এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, নির্বাহী হাকিম নাহিদা সুলতানা ১ অক্টোবর দুপুরে কম্পপুর মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় চালক সনদ, রেজিস্টেশন ফিটনেস সার্টিফিকেট ও পারমিট ব্যতীত গাড়ি চালানোয় ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ১৩৮ ও ১৫২ ধারায় চারজন চালককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানায় দণ্ডপ্রাপ্ত গাড়ি চালকেরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার কাচিমা গ্রামের সাদা শেখের ছেলে নাজমুল হোসেন, দক্ষিণ কিসামতজল্লা গ্রামের আব্দুল জব্বারের ছেলে রাব্বুল, দেওয়ানগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে মো. আফসার আলী ও মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. আনসার শেখ।
জামালপুর বিআরটিএ এর পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।