দেওয়ানগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান, চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ, উপজেলা প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান প্রমুখ। সমন্বয় সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।