
বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ডাংধরা, চর আমখাওয়া, পাররাম রামপুর, হাতীভাঙ্গা ও বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ১৬ সেপ্টেম্বর বিকেলে সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ বারী আখন্দ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নুরনবী অপু, দেওয়ানগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক খায়বুল ইসলাম ও সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, হাতীভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবদুর রশিদ সরকার, বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান, চখার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, পাররাম রামপুর ইউনিয়নের আব্দুল আনিস আকাশ, শহিদুর রহমান ও আব্দুল মমিন লাল মিয়া প্রমুখ।
সভায় ডাংধরা, চর আমখাওয়া, পাররাম রামপুর, হাতীভাঙ্গা ও বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের শত শত নেতা-কর্মী অংশ নেয়।