
নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের খেলায় জামালপুরের মেলান্দহ উপজেলার মেলান্দহ পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
১৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেলান্দহ পৌরসভা ফুটবল একাদশ ৩-১ গোলে দুরমুঠ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করেছে। উপজেলা পর্যায়ে রানার আপ হয়েছে দুরমুঠ ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান চান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন, মেলান্দহ পৌরসভার মেয়র মোহাম্মদ সফিক জাহেদী রবিন, উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।