মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কালোবাজার থেকে আন্তঃনগর ট্রেনের ১১টি টিকিট জব্দ করেছে। ৮ আগস্ট দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কালোবাজারীর মূলহোতা স্টেশনের টিকেট কাউন্টার সংলগ্ন মেসার্স ওমর স্টোরের মালিক ওমর আলী পালিয়ে যান। তার দোকান তল্লাশি করে সরিষাবাড়ী থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীনা ও যমুনা ট্রেনের ৯ ও ১০ সেপ্টেম্বর তারিখের বিভিন্ন শ্রেণির ১১টি টিকিট জব্দ করা হয়। পরে স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক, জিআরপি ইনচার্জ এসআই রাসেল মাহমুদ, থানা পুলিশ, সাংবাদিক ও জনতার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত টিকিট কালোবাজারের সাথে জড়িত ওই দোকান সিলগালা করে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ওমর আলীর নেতৃত্বে সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে দোকান খুলে ব্যবসার আড়ালে ট্রেনের টিকিট কালোবাজারী করে আসছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারিরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘একটি চক্র নিজেদের লোকজন লাইনে দাঁড় করিয়ে টিকিট সংগ্রহ করে পরে কালোবাজারে বিক্রি করে। এ ছাড়া স্থানীয় প্রভাবশালী লোকজন টিকিট দিতে বিভিন্ন সময় চাপ সৃষ্টি করে।’