
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও কারাগারে আদালত বসানোর প্রতিবাদে জামালপুর জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। ৮ সেপ্টেম্বর দুপুরে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, আইনজীবী গোলাম নবী, লিয়াকত আলী, লোকমান আহমেদ খান লোটন, খন্দকার আহসানুজ্জামান রুমেল, কাজী মসিউর রহমান, মাইন উদ্দিন বাবুল ও আইনজীবী রবিউল আলম বাবলু, জেলা মহিলা দলের সভানেত্রী সাহিদা আক্তার রিতা প্রমুখ।
সমাবেশে বিএনপিনেতৃবৃন্দ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং আদালতে কারাগার বসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ প্রতিবাদ সমাবেশে অংশ নেন।