ইসলামপুরে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

সাহিদুর রহমান, ইসলামপুর ॥
‘বিদ্যা বাড়ায় মেধার সুধা, বিস্কুট খেলে দূর হয় ক্ষুধা’এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর উপজেলায় দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ আগস্ট সকালে পূর্ব ইসলামপুর সরকারি মডেল বিদ্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচিটির বাস্তবায়ন সহযোগী সংস্থা উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিক্ষক সরোয়ার আজম, রবিউল ইসলাম, শিরিনা বেগম, যুবনেতা ফারুক ইকবাল হিরু, স্কুল ফিডিং কর্মসূচির ইসলামপুর উপজেলার মনিটরিং ও রিপোর্টিং অফিসার তাহেরুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলার মনিটরিং ও রিপোর্টিং অফিসার তপন মাহমুদ, ফিল্ড মনিটর লিটন মিয়া, মেহেরুন নেছা, মো. হানিফ, মিজানুর রহমান, রাকিবুল হাসান, মুখলেছ, ফেরদৌস, সৈকতসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
জানা গেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৮টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার মোট ৩৭ হাজার ৪৬৭ জন শিক্ষার্থীদের মাঝে প্রতিদিন বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট দেওয়া হবে। বাংলাদেশ সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচীর অর্থায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উন্নয়ন সংঘ জামালপুরে প্রোগ্রামটি বাস্তবায়ন করছে।