জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ ॥
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে নজরুল ইসলাম (৫০) নামের একজন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। ৪ আগস্ট বিকেলে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম শুভগাছা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের শুভগাছা গ্রামের কৃষিশ্রমিক নজরুল ইসলাম (৫০) ৪ আগস্ট বিকেলে বাড়ির কাছে বৃষ্টিতে ভিজে ক্ষেতে পাট কাটার কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য জিল্লুর রহমান খান বজ্রপাতে নিহতের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।