
সাহিদুর রহমান, ইসলামপুর ॥
জামালপুরের ইসলামপুুর উপজেলা পরিষদের উদ্যোগে ছয়দিনব্যাপী অসচ্ছল ৩৫ জন প্রতিবন্ধী মহিলাদের জন্য সেলাই বিষয়ক প্রশিক্ষণ ২২ জুলাই উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সেলাই বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।
জানা যায়, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প সহায়তায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ২২ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত অসচ্ছল প্রতিবন্ধী মহিলাদের জন্য এ সেলাই বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।