বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
কক্সবাজারের উখিয়া উপজেলায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে চার অটো আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। ১৬ জুলাই সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ট্রানজিট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক টুটুল জানান, বাঁশবোঝাই ট্রাকটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে দুটো অটোরিকশা ও কয়েকটি রিকশার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম।