বাংলারচিঠি অনলাইন ডেস্ক॥
টাঙ্গাইল র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ১৩ জুলাই ভোর পাঁচটার দিকে সদর উপজেলার বেগমটাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন শীর্ষ মাদক ব্যবসায়ী।
এ সময় ঘটনাস্থল থেকে ৭.৬৭-এর একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম ব্যাপারটি নিশ্চিত করেছেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ ডটকম।