
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
জামালপুর শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক ও কলেজটির সভাপতি আহমেদ কবীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কলেজটির পরিচালনা পরিষদের সদস্য দিদার পাশা এবং কলেজটির পরিচালনা পরিষদের সদস্য আব্দুল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজটির বাংলা বিভাগের প্রভাষক ফাহমিদা বেগম মুক্তি।
এ সময় অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সকলের মঙ্গল কামনা করেন।