জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, আমাদের নেতা তারেক রহমান শিগগির দেশে আসবেন। প্রত্যেকটি জেলা সফর করবেন। যখন সফর করবেন তখন যেন আপনারা বলতে পারেন স্বেচ্ছাসেবকদলের কোথাও কমিটি করার বাকি নেই।
১২ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত করে দলকে শক্তিশালী করার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যখন নির্বাচন হবে। যারা ধানের শীষের প্রার্থী থাকবেন। তারা যেন বুুঝতে পারেন স্বেচ্ছাসেবকদল এমন একটি সংগঠন যেখানে সব পর্যায়ে সব কমিটি বিদ্যমান আছে। তখন তিনি বুঝতে পারবেন স্বেচ্ছাসেবকদলকে তার সবচেয়ে বেশি প্রয়োজন। এই বিষয়টি তিনি উপলব্ধি করবেন।
তিনি বলেন, আমরা সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। যে মিছিলের সবচেয়ে পেছনে ছিল। তারও একটি পদ থাকবে। তবে কমিটি করার ক্ষেত্রে একটাই নীতিমালা, আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না। এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন। যদি কাউকে খুঁজে পাই। যিনি তার নাম দিবেন আমরা তাকে খুঁজে বের করতে পারব। তিনি কিন্তু ভাল থাকবেন না।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ কাওসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. ইয়াসিন আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম হাওলাদার, ফরহাদ উদ্দিন ফরহাদ, শফিউদ্দন সেন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মনজুরুল করিম সুমন প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির কার্যক্রমের খোঁজখবর নেন। যেসব এলাকায় কমিটি নেই সেসব এলাকায় আগামী এক সপ্তাহের মধ্যে কর্মীসভা করে কমিটি গঠনের নির্দেশ দেন। আসছে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী করতেও নির্দেশনা দেন।