জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলারচিঠিডটকম
জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মেলান্দহ উপজেলা দলকে (০) পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল (২)। ১২ সেপ্টেম্বর, শুক্রবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলার প্রথমার্ধে সরিষাবাড়ী উপজেলা দলের রাকিব প্রথম গোলের সূচনা করেন। এরপর প্রতিপক্ষ মেলান্দহ উপজেলা দল অনেক চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধে

সরিষাবাড়ী উপজেলা দলের মৃনাল দ্বিতীয় গোল করে জয়ের জন্য নিজেদের এগিয়ে রাখেন। শেষ পর্যন্ত মেলান্দহ উপজেলা দল তাদের পক্ষে গোলের দেখা পায়নি। ফলে ২-০ গোলের ব্যবধানে বিজয়ী হয়ে সরিষাবাড়ী উপজেলা দল টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ী উপজেলা দলের জীবন। খেলা দেখতে মাঠের গ্যালারি ছিল দর্শকে দর্শকে উপচেপড়া।
প্রথম সেমিফাইনাল খেলা চলাকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জামালপুর পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আলমগীর, মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ও শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে খেলা উপভোগ করতে দেখা গেছে।

পরে ম্যাচ সেরা ফুটবলার জীবনের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি। পুরস্কারটি স্পন্সর করেছে আমাদের গ্রাম আমাদের ভাবনা নামের পাথালিয়ার একটি সংস্থা।
জামালপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির এ প্রতিবেদককে বলেন, একই মাঠে ১৩ সেপ্টেম্বর, শনিবার বিকালে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে জামালপুর পৌরসভা দল ও দেওয়ানগঞ্জ উপজেলা দল।