জামালপুরের দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৭ পুলিশ কর্মকর্তাকে সনম্মানা পেয়েছেন। ১০ সেপ্টম্বর, বুধবার জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, জামালপুর পুলিশ লাইন্স সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেষ্ট দিয়েছেন।
জানা গেছে, মাসিক সভায় আইন-শৃঙ্খলা রক্ষায়, চোরাচালান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি, বাল্যবিয়ে রোধসহ বিভিন্ন কাজে সফলতা অর্জন করায় দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএমকে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার ও দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসানকে শ্রেষ্ঠ ওসি হিসাবে শ্রেষ্ঠ সনম্মানা ক্রেষ্ট দেওয়া হয়।
এছাড়া উপ-পরিদর্শক আফতাব উদ্দিনকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল, উপ-পরিদর্শক নাজিম উদ্দিনকে সর্বাধিক মামলা নিষ্পত্তিকারী, উপ-পরিদর্শক আবু রায়হানকে হারানো মোবাইল উদ্ধারকারী, জেলা গোয়েন্দা শাখা-২ দেওয়ানগঞ্জ ডিবির উপ-পরিদর্শক মনি সাধ্যকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসাবে সম্মাননা ক্রেস্ট দেওয় হয়। এছাড়াও বিশেষ পুরস্কার পেয়েছেন নারী পুলিশ সদস্য লিজা খাতুন।
অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।