জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফরম পূরণে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ছাত্রনেতা জাহিদ হাসান নয়ন, শহিদুল্লাহ, শাওন, তৃষা, ফয়সাল, নুরুল আমীন প্রমুখ।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষের মাধ্যমে আট দফা দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাঠান। শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেন অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু। শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।