জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন বিএনপি আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ১ সেপ্টেম্বর, সোমবার সকালে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দলীয় কার্যলয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্বে করেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সওদাগ। পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিউল আলম ফর্সা, সহ-সভাপতি জহুরুল হক, মো. মোনায়েম হোসেন খান, এমদাদুল হক মিলন মন্ডল, আবু তালেব, ছাত্রদলের সভাপতি মো. তাসকিম আহাম্মেদ ফাহিম ও সাধারণ সম্পাদক সাব্বির হাসান সন্ধান প্রমুখ।
আলোচনা সভার সভাপতি মনিরুল ইসলাম সওদাগর বলেন, বিএনপির ৪৭ বছরের পথচলার নানা দিক তুলে ধরা হল। দল গঠনের পটভূমি, গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে দলের ভূমিকা আলোচনায় গুরুত্ব পায়। সহ-সভাপতি এমদাদুল হক মিলন বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। নেতারা দলের সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করা, প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করার পরিকল্পনার কথাও আলোচনা করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, দলীয় নেতা-কর্মীদের সুস্বাস্থ্য এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠন নেতা-কর্মী অংশ নেন্।