জামালপুর ৩৫ বিজিবির ধানুয়া কামালপুর বিওপির সদস্যদের অভিযানে ২৯ আগস্ট, শুক্রবার সকাল ৯টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রামরামপুর এলাকা থেকে ১০২টি ইয়াবা বড়িসহ উসমান গনি (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার আটক করেছে।
জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে ধানুয়া কামালপুর বিজিবির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবির সদস্যরা রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১০২টি ইয়াবা বড়িসহ উসমান গনিকে আটক করা হয়। তিনি উসমান গনি বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের কাবিল হোসেনের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, ইয়াবা বড়িসহ বিজিবির হাতে আটক উসমান গনিকে থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় ধানুয়া কামালপুর বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির বিজিবি সদস্যরা ২৮ আগস্ট, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পাথরেরচর এলাকা থেকে ১৯৮০টি ভারতীয় ওষুধ উদ্ধার করেছে।