ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেওয়ানগঞ্জে সাত পুলিশ কর্মকর্তা পেল শ্রেষ্ঠ সম্মাননা শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিক পালিত

সরিষাবাড়ী : প্রয়াত ব্যাস্টিার আব্দুস সালাম তালুকদারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বিএনপি নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক মহাসচিব, সাবেক এলজিআরডি মন্ত্রী ভাষাসৈনিক প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ২০ আগস্ট, বুধবার।

এ উপলক্ষ্যে সকালে সরিষাবাড়ী উপজেলা বিএনপি শোক মিছিল বের করে। পরে তালুকদারবাড়ি হাফেজিয়া মাদরাসা মাঠে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এর আগে প্রয়াত আব্দুস সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ দোয়া করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি জানায়। কয়েকটি স্থানে কাঙালিভোজের আয়োজন করা হয়।

উল্লেখ, ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সাথে চারদলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সালাম তালুকদার দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেন।

তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময়ে তার সাহসী ভূমিকা জাতি ও তার দল আজীবন স্মরণ রাখবে। ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিক পালিত

আপডেট সময় ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক মহাসচিব, সাবেক এলজিআরডি মন্ত্রী ভাষাসৈনিক প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ২০ আগস্ট, বুধবার।

এ উপলক্ষ্যে সকালে সরিষাবাড়ী উপজেলা বিএনপি শোক মিছিল বের করে। পরে তালুকদারবাড়ি হাফেজিয়া মাদরাসা মাঠে সংক্ষিপ্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। এর আগে প্রয়াত আব্দুস সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ দোয়া করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি জানায়। কয়েকটি স্থানে কাঙালিভোজের আয়োজন করা হয়।

উল্লেখ, ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনরত চারদলীয় ঐক্যজোটের রূপকার ও সফলতার সাথে চারদলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। সালাম তালুকদার দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা সংযোজন করেন।

তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে খালেদা জিয়ার নেতৃত্বে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময়ে তার সাহসী ভূমিকা জাতি ও তার দল আজীবন স্মরণ রাখবে। ১৯৯৯ সালের ২০ আগস্ট হার্টের বাইপাস সার্জারি করানোর জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হওয়ার পথে শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে মারা যান তিনি।