এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে দশ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের ঘটনার বছরে ওই কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ত। ১৪ জুলাই, সোমবার দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার পিঙ্গলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরিফ হোসেন প্রতিবেশী মোবারক হোসেনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ের প্রলোভনে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত। এতে ওই কিশোরী রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাত আরিফ হোসেন। ২০২০ সালের ৯ ফেব্রুয়াররি, রবিবার সন্ধ্যায় ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে যায়।
এ সময় আগে থেকে উৎপেতে থাকা প্রতিবেশী আরিফ হোসেন ও হাসু মিয়ার ছেলে ফয়জুল করিম হীরা ওই মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির অদূরে বাঁশ ঝাড়ে নিয়ে যায়। ফয়জুল করিম হীরার সহায়তায় আরিফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে সেখানেই ফেলে রেখে চলে যায়।
রাষ্ট্রপক্ষের কৌশলী আইনজীবী মো. ফজলুল হক এ প্রতিবেদককে বলেন, ওই ঘটনায় ২০২০ সালের ১১ ফ্রেব্রুয়ারী, মঙ্গলবার জামালপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা মোবারক হোসেন। মামলাটির তদন্ত শেষে একই বছরের ১৯ মে, মঙ্গলবার আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলাটির তদন্ত কর্মকর্তা।
মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে দুই অভিযুক্তের উপস্থিতিতে ১৪ জুলাই মামলাটির রায় ঘোষণা করা হয়। ঘটনার সময় অভিযুক্তরা শিশু থাকলেও বর্তমানে আরিফ হোসেনের বয়স ২১ এবং ফয়জুল করিম হীরার বয়স ১৮। মামলায় আসামি পক্ষ সমর্থন করেন আইনজীবী স্বাধীন।