ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : এ্যারোকে ৩০ রানে হারিয়েছে একতা

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করেন অলরাউন্ডার রুবেল। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করেন অলরাউন্ডার রুবেল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ১১তম ম্যাচে ‘সি’ গ্রুপের এ্যারো ক্রিকেট ক্লাবকে ৩০ রানে হারিয়েছে একতা ক্লাব। ১৭ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে এ্যারো ক্রিকেট ক্লাবের অধিনায়ক পাপ্পু প্রথম ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক মৃদুলের একতা ক্লাবকে। নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রান করে একতা ক্লাবের ব্যাটাররা। (মৃদুল ৫৪, রুবেল ৪৮, বাবু ১৯, উত্তম ১৮, হিমেল ১৪; হাসান ৩/৪৮, জামিল ২/২৮, মনজিল ২/৩০, জাহিদ ১/১৯, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৭)।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে এ্যারো ক্রিকেট ক্লাবের অধিনায়ক পাপ্পুরা। ২.১ ওভার বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ২৭.৫ ওভারে তারা করেছে ১৬১ রান। ফলে ৩০ রানে ম্যাচ জিতেছে একতা ক্লাব। (জামিল ৪৮, সাব্বির ৩৯, শ্রাবণ ৩২, লাবিন ৩/২৮, রুবেল ২/৩১ পলাশ ১/৩৬, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২২)।

৩৮ বলে ৪৮ রান এবং ৫ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছে বিজয়ী একতা ক্লাবের অলরাউন্ডার রুবেল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস ও শামসুল আরেফীন।

ম্যাচ শেষে সুখনগরী সাইলেজের সৌজন্যে অলরাউন্ডার রুবেলের হাতে ম্যাচসেরার ট্রফি তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান মিজু ও সদস্য সাব্বির হোসেন শ্যামল।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : এ্যারোকে ৩০ রানে হারিয়েছে একতা

আপডেট সময় ১০:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
ম্যাচসেরার ট্রফি গ্রহণ করেন অলরাউন্ডার রুবেল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ১১তম ম্যাচে ‘সি’ গ্রুপের এ্যারো ক্রিকেট ক্লাবকে ৩০ রানে হারিয়েছে একতা ক্লাব। ১৭ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে এ্যারো ক্রিকেট ক্লাবের অধিনায়ক পাপ্পু প্রথম ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক মৃদুলের একতা ক্লাবকে। নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রান করে একতা ক্লাবের ব্যাটাররা। (মৃদুল ৫৪, রুবেল ৪৮, বাবু ১৯, উত্তম ১৮, হিমেল ১৪; হাসান ৩/৪৮, জামিল ২/২৮, মনজিল ২/৩০, জাহিদ ১/১৯, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৭)।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে এ্যারো ক্রিকেট ক্লাবের অধিনায়ক পাপ্পুরা। ২.১ ওভার বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ২৭.৫ ওভারে তারা করেছে ১৬১ রান। ফলে ৩০ রানে ম্যাচ জিতেছে একতা ক্লাব। (জামিল ৪৮, সাব্বির ৩৯, শ্রাবণ ৩২, লাবিন ৩/২৮, রুবেল ২/৩১ পলাশ ১/৩৬, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২২)।

৩৮ বলে ৪৮ রান এবং ৫ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছে বিজয়ী একতা ক্লাবের অলরাউন্ডার রুবেল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস ও শামসুল আরেফীন।

ম্যাচ শেষে সুখনগরী সাইলেজের সৌজন্যে অলরাউন্ডার রুবেলের হাতে ম্যাচসেরার ট্রফি তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান মিজু ও সদস্য সাব্বির হোসেন শ্যামল।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।