রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের চেক বিতরণ করেছে জামালপুর জেলা প্রশাসন। ২১ নভেম্বর সকালে শহরের মেশিনারীজ পট্টি এলাকায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ভূমি মালিকদের হাতে এ চেক তুলে দেন।

জানা গেছে, ১৫ জন ভূমি মালিকদের চার কোটি ৮০ লাখ ১৪ হাজার ৫৬৮ টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ক্ষতিগ্রস্তরা একসাথে এই চেকের টাকা পেলে ভালো হতো। তবে পর্যায়ক্রমে সবাই এ চেকের টাকা পাবেন। এ সময় তিনি সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।