শিক্ষা ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না : মতিয়া চৌধুরী

বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মতিয়া চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভল, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, শিক্ষা ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আমরা যখন বিরোধী দলে তখনও আমি আপনাদের পাশে ছিলাম। এখনো আছি।

৫ অক্টোবর বিকেলে শেরপুরের নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে লোহার বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আইনজীবী মাহবুবুল আলম সোহাগ, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ, শিক্ষক ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

পরে সংসদ সদস্য মতিয়া চৌধুরী নকলা উপজেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে এক হাজার লোহার বেঞ্চ বিতরণ করেন।