ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব

শেরপুর : শাইন্ ও বার্ড ক্লাববের উদ্যোগে শিক্ষার্থীদের দেওয়া হয় গাছের চারা। ছবি : বাংলারচিঠিডটকম

সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নের্চা এন্ড এন্ভাইরন্মেন্ট্ (শাইন্) ও শেরপুর বার্ড ক্লাবের উদ্যোগে এবং সল্ট-কেন্ডি ট্যুরস এন্ড ট্রাভেলের সহযোগিতায় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষিকা করুনা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাইন্ এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাংবাদিক উমর ফারুক সেলিম প্রমুখ।

এ সময় স্কুলের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ শেষে স্কুল আঙ্গিনায় বট, কদম, জারুল, সোনালূসহ বিভিন্ন প্রজাতির পাখিবান্ধব গাছের চারা রোপণ করা হয়।

শাইন্ এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি এ প্রতিবেদককে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও এই সংগঠনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কবরস্থানে, রাস্তার পাশে দশ সহ¯্রাধিক বনজ, ফলদ, ফুলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ এবং জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল

শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব

আপডেট সময় ০৭:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নের্চা এন্ড এন্ভাইরন্মেন্ট্ (শাইন্) ও শেরপুর বার্ড ক্লাবের উদ্যোগে এবং সল্ট-কেন্ডি ট্যুরস এন্ড ট্রাভেলের সহযোগিতায় বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে স্কুল মিলনায়তনে প্রধান শিক্ষিকা করুনা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাইন্ এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাংবাদিক উমর ফারুক সেলিম প্রমুখ।

এ সময় স্কুলের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে দুই শতাধিক গাছের চারা বিতরণ শেষে স্কুল আঙ্গিনায় বট, কদম, জারুল, সোনালূসহ বিভিন্ন প্রজাতির পাখিবান্ধব গাছের চারা রোপণ করা হয়।

শাইন্ এর নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুগনিউর রহমান মনি এ প্রতিবেদককে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও এই সংগঠনের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কবরস্থানে, রাস্তার পাশে দশ সহ¯্রাধিক বনজ, ফলদ, ফুলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ এবং জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।