জামালপুর শহরের স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা, জামালপুর জেলা বিএনপির চতুর্থবারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে সংবর্ধনা দিয়েছে স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। ৩১ আগস্ট, রবিবার রাতে স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শাহাদাত হোসেন বাবুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ও জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা ও জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন উপস্থিত ছিরেন। এ সময় জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমানসহ স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম হাসু।