বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী জামালপুর জেলার কৃতী সন্তান প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
২১ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে জামালপুর শহরের সকাল বাজারস্থ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফিরোজ মিয়া, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, যুবদলনেতা খায়রুল ইসলাম লিয়ন, ইসলামপুর উপজেলার বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর ও যুগ্ম-সাধারণ সম্পাদক রানা ম্যানশন প্রমুখ।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড় মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ অংশ নেন।