সামাজিক ব্যাধি হিসাবে পরিচিত এবং শিশুর বিকাশে চরম বাধা শিশুশ্রম ও বাল্যবিয়েকে শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে ২০ আগস্ট, বুধবার দুপুরে জামালপুর শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের (ইউএস) নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।

অভিনব এবং ভিন্নধারার এ অনুষ্ঠানে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ঝুঁকিপূর্ণ শিশুশ্রম থেকে ফিরে বিদ্যালয়ে ভর্তি হওয়া ১৫ জন শিশু। ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় লক্ষ্মীরচর ইউনিয়নের ১৫ জন শিশু ও তার পরিবারকে আর্থিক অনুদান ও বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
এর মধ্যে জামালপুর এরিয়া প্রোগ্রাম প্রত্যেক শিশুর পরিবারকে নগদ ১৮ হাজার টাকা, রোটারি ক্লাব অব জামালপুরের পক্ষ থেকে স্কুল ব্যাগ, বুলবুল জেনারেল হাসপাতালের পক্ষ থেকে স্কুল ড্রেস (এক হাজার টাকা করে নগদ), জামালপুর জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের পক্ষ থেকে প্রত্যেক শিশুকে এক বছরের জন্য খাতা, কলম, জ্যামিতি বক্স, তিনটি গ্রাম উন্নয়ন কমিটি তিনজন শিশুকে পড়ালেখার যাবতীয় খরচ বহন করার অঙ্গীকার, বিদ্যালয় কর্তৃপক্ষ ১৫ জন শিশুকে বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেওয়ার অঙ্গীকার এবং জামালপুর সদর উপজেলা প্রশাসন চারজন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেন।

শুরুতে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে ১৫ জন শিশুকে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেন জামালপুর এপির ব্যবস্থাপক মিনারা পারভীন। শিশু ফোরামের পক্ষ থেকে অর্পা প্রত্যেক শিশুকে ফুলেল শুভেচ্ছা জানায়। সমাবেশে বাল্যবিয়ে থেকে মুক্ত হবার অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে সীমা এবং শিশুশ্রম থেকে মুক্ত হওয়া শিশু জসিম ও নাহিদ।

শিশুদের আলোচনার পর আবেগঘন বক্তব্য এবং অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, রোটারি ক্লাব অব জামালপুরের সভাপতি অধ্যাপক আব্দুল হাই আল হাদী, বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম বুলবুল, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সেবাস্টাইন পিউরিফিকেশন, জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল ডি কস্তা, জামালপুর জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্কের সদস্য ওমর ফারুক প্রমুখ।
সমাবেশ শেষে অর্থ ও উপহার সামগ্রী শিশু ও তাদের পরিবারের মাঝে বিতরণ করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ জামালপুর এরিয়া প্রোগ্রামের কার্যক্রমের উপর ফটো গ্যালারি পরিদর্শন করেন। পরে বাল্যবিয়ে ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণার ফলক উন্মোচন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী। এরপর তিনি অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন।

সবশেষে শিশু ও যুব ফোরামের মাধ্যমে সংগ্রহকৃত প্লাস্টিক পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য ভেন্ডরের কাছে বিক্রি করা। যে অর্থ শিশুদের কল্যাণে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি আয়োজনের প্রশংসা করে বলেন, সমন্বিত উদ্যোগ থাকলে সমাজ থেকে বাল্যবিয়ে ও শিশু শ্রমের মত অভিশাপ মুছে ফেলা সম্ভব। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কাজে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।