জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান সম্পন্ন। ৫ এপ্রিল শনিবার বীর উত্তম খালেদ মোশারফ ব্রিজ সংলগ্ন পাইলিং ঘাট এলাকায় ভোর থেকে দুপুর পর্যন্ত অষ্টমী স্নান করেন হাজারো পুণ্যার্থী। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পুণ্যস্নান সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি নারায়ণ কর্মকার, গৌড় নিতাই আশ্রম হরিসভা মন্দিরের সহ-সভাপতি রিপন বন্দ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুলসহ অন্যান্যরা।
স্নানোৎসবে থানা পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করেন।