ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই জামালপুর ভেন্যুর চ্যাম্পিয়ন নিশ্চিত মাগুরার

জামালপুর : নারায়ণগঞ্জের সাথে ম্যাচ জয়ের পর মাগুরা ডিএসএ দলের উল্লাস। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের প্রতিযোগিতা। ১৯ মার্চ বুধবার এই প্রতিযোগিতার ছিল চতুর্থ ম্যাচে নারায়ণগঞ্জ ডিএসএ দলকে ৪৫ রানে পরাজিত করে টানা দুই ম্যাচ জিতে এবং এক ম্যাচ হাতে রেখেই জামালপুর ভেন্যুর চ্যাম্পিয়ন স্থান নিশ্চিত করেছে মাগুরা ডিএসএ দল।

১৯ মার্চ ম্যাচের টচে জিতেন নারায়ণগঞ্জ ডিএসএ দলের অধিনায়ক মাসুম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রতিপক্ষ মাগুরা ডিএসএ দলের অধিনায়ক আসলাম হোসাইনরা ব্যাটিংয়ের নেমে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪১.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৬ রান। এর মধ্যে অতিরিক্ত রান এসেছে ২৬টি।

জামালপুর : পাঁচ উকেট শিকারী নাজমুল সজলকে বল উপহার দেন ম্যাচ আম্পায় মো. ওয়াহিদ ও মাহবুবুর রহমান রবিন। ছবি : বাংলারচিঠিডটকম

তাদের ব্যাটার সাহিদ আব্দুল্লাহ সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া রোহান আহমেদ ২৩, তালহা যুবাইর ১৪ ও আসলাম হোসাইন করেন ১১ রান। প্রতিপক্ষ নারায়ণগঞ্জ ডিএসএ দলের বোলার আবু সাঈদ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া সালাহ উদ্দিন সৌরভ ও শাহজাহান দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন নারায়ণগঞ্জ ডিএসএ দলের অধিনায়ক মাসুমরা। প্রতিপক্ষ মাগুরার বোলারদের দাপটের মুখে ২৯.১ ওভারের সময় তাদের সবগুলো উইকেটের পতন ঘটে। তারা সংগ্রহ করতে সক্ষম হয় মাত্র ৯১ রান। তাদের অতিরিক্ত রান এসেছে তিনটি। এতে করে ৪৫ রানে ম্যাচ জিতেছে মাগুরা ডিএসএ দল।

নারায়ণগঞ্জ ডিএসএ দলের ব্যাটার জনি তালুকদার সর্বোচ্চ ২৪ রান করেন। এছাড়া শাহজাহান ১৮, মাহমুদুল হাসান ১৫ ও সালাহ উদ্দিন সৌরভ ১৪ রান করেন। প্রতিপক্ষ মাগুরার নাজমুল সজল একাই পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া তালহা যুবাইর তিনটি উইকেট শিকার করেন।

জামালপুর : ম্যাচের স্কোর রেকর্ড কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী মাগুরার বোলার নাজমুল সজল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ওয়াহিদ ও মাহবুবুর রহমান রবিন। ম্যাচের স্কোরারের দায়িত্বে ছিলেন আব্দুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি বাংলারচিঠিডটকমকে জানান, ১৫ মার্চ শনিবার থেকে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের জামালপুর ভেন্যুতে অংশ নিয়েছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

প্রতিযোগিতার এই ভেন্যুতে ২১ মার্চ শুক্রবার পঞ্চম ম্যাচে লড়বে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ ডিএসএ দল। ২২ মার্চ শনিবার ষষ্ঠ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

এক ম্যাচ হাতে রেখেই জামালপুর ভেন্যুর চ্যাম্পিয়ন নিশ্চিত মাগুরার

আপডেট সময় ১০:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের প্রতিযোগিতা। ১৯ মার্চ বুধবার এই প্রতিযোগিতার ছিল চতুর্থ ম্যাচে নারায়ণগঞ্জ ডিএসএ দলকে ৪৫ রানে পরাজিত করে টানা দুই ম্যাচ জিতে এবং এক ম্যাচ হাতে রেখেই জামালপুর ভেন্যুর চ্যাম্পিয়ন স্থান নিশ্চিত করেছে মাগুরা ডিএসএ দল।

১৯ মার্চ ম্যাচের টচে জিতেন নারায়ণগঞ্জ ডিএসএ দলের অধিনায়ক মাসুম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রতিপক্ষ মাগুরা ডিএসএ দলের অধিনায়ক আসলাম হোসাইনরা ব্যাটিংয়ের নেমে নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে ৪১.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৩৬ রান। এর মধ্যে অতিরিক্ত রান এসেছে ২৬টি।

জামালপুর : পাঁচ উকেট শিকারী নাজমুল সজলকে বল উপহার দেন ম্যাচ আম্পায় মো. ওয়াহিদ ও মাহবুবুর রহমান রবিন। ছবি : বাংলারচিঠিডটকম

তাদের ব্যাটার সাহিদ আব্দুল্লাহ সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া রোহান আহমেদ ২৩, তালহা যুবাইর ১৪ ও আসলাম হোসাইন করেন ১১ রান। প্রতিপক্ষ নারায়ণগঞ্জ ডিএসএ দলের বোলার আবু সাঈদ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া সালাহ উদ্দিন সৌরভ ও শাহজাহান দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন নারায়ণগঞ্জ ডিএসএ দলের অধিনায়ক মাসুমরা। প্রতিপক্ষ মাগুরার বোলারদের দাপটের মুখে ২৯.১ ওভারের সময় তাদের সবগুলো উইকেটের পতন ঘটে। তারা সংগ্রহ করতে সক্ষম হয় মাত্র ৯১ রান। তাদের অতিরিক্ত রান এসেছে তিনটি। এতে করে ৪৫ রানে ম্যাচ জিতেছে মাগুরা ডিএসএ দল।

নারায়ণগঞ্জ ডিএসএ দলের ব্যাটার জনি তালুকদার সর্বোচ্চ ২৪ রান করেন। এছাড়া শাহজাহান ১৮, মাহমুদুল হাসান ১৫ ও সালাহ উদ্দিন সৌরভ ১৪ রান করেন। প্রতিপক্ষ মাগুরার নাজমুল সজল একাই পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া তালহা যুবাইর তিনটি উইকেট শিকার করেন।

জামালপুর : ম্যাচের স্কোর রেকর্ড কেন্দ্র। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী মাগুরার বোলার নাজমুল সজল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. ওয়াহিদ ও মাহবুবুর রহমান রবিন। ম্যাচের স্কোরারের দায়িত্বে ছিলেন আব্দুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি বাংলারচিঠিডটকমকে জানান, ১৫ মার্চ শনিবার থেকে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের জামালপুর ভেন্যুতে অংশ নিয়েছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

প্রতিযোগিতার এই ভেন্যুতে ২১ মার্চ শুক্রবার পঞ্চম ম্যাচে লড়বে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ ডিএসএ দল। ২২ মার্চ শনিবার ষষ্ঠ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।