জামালপুরের ইসলামপুর উপজেলায় বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের কারণে যাতায়াতের রাস্তা বন্ধ করায় তিনটি পরিবার অবরুদ্ধ রয়েছে। অবরুদ্ধ ওই পরিবারগুলো বসতবাড়ি থেকে বের হতে না পেরে মানবেতর জীবনযাবন করছেন। ভুক্তভোগী ওই পরিবারগুলো পরিত্রাণ পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
জানা গেছে, ইসলামপুর পৌরসভার সর্দারপাড়া গ্রামে ফজল শেখের ছেলে ডালিম শেখদের সাথে নূরু সরকারের ছেলে জহুরুল সরকারের সাথে বসতবাড়ির সীমানা জটিলতা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ২৬ ফেব্রুয়ারি বুধবার কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হন।
এ ঘটনায় উভয় পক্ষের থানা ও আদালতে অভিযোগ দায়ের করেছেন।
এদিকে ডালিম ও তার লোকজনেরা রাস্তা সংলগ্ন বসতবাড়ি হওয়ায় জহুরুল সরকারের যাতাযাতের রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে ভুক্তভোগী তিনটি পরিবার আটদিন ধরে অবরুদ্ধ হয়ে দিন কাটাচ্ছেন।

জহুরুল সরকার বলেন, আমার বসতবাড়ি থেকে যাতাযাতের সুবিধার্থে পৌর কর্তৃপক্ষ রাস্তা তৈরি করে দেন। সেই রাস্তাটি নিজের জমি দাবি করে ডালিম ও তার লোকজনেরা যাতায়াতের প্রতিবন্ধিকতা সৃষ্টি করে বন্ধ করে দেন। রিকশা চালিয়ে দিনাতিপাত করা জহুরুল সরকার আরও বলেন, বর্তমানে আমরা বাড়ি থেকে বের হতে না পেরে কর্মহীন হয়ে পড়েছি। বসতবাড়ি থেকে বের হতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।