জামালপুরের ইসলামপুর পৌর শহরের আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতায় হাত লাগিয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহম্মেদ বিপুল। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইসলামপুর পৌরসভার রেলগেট, আশরাফল উলুম মাদরাসার পেছনে ও শহরের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজসহ সমাজের সেবামূলক বিভিন্ন কাজ অব্যাহত রেখেছেন তিনি।
এ সময় স্বেচ্ছাসেবী সংগঠক কবি, নাট্যকার, শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান রাজা, প্রকাশ পন্ডিত, নাসিবুর রহমান সাহেল, মো. তুষার উপস্থিত ছিলেন।
এ সময় বিপুল মাস্টার বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমাদের পরিবেশ ও সমাজকে ভালো রাখতে হলে সবাইকে সচেতন হতে হবে। সকলের সগযোগিতায় আমরা একটি পরিচ্ছন্ন শহর গড়তে পারি।
বিএনপিনেতা শাহ আবির আহম্মেদ বিপুল ইসলামপুর পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যেসব জায়গায় ময়লা আবর্জনার স্তূপ রয়েছে সেখানে যেন ডাস্টবিনের ব্যবস্থা করা হয়।