ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী : বিপুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইলেক্ট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে সরিষাবাড়ী-তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে তারাকান্দি মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জের ধরে ইলেক্ট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে নৃশংসভাবে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করে। এরপর তার স্ত্রী মুক্তা বেগম ও মা আসমা বেগমকেও কুপিয়ে রক্তাক্ত করে আহত করে।

এ ঘটনার রাতে নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মামলার প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

সরিষাবাড়ী : বিপুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত  মানববন্ধনে ছাত্রীরাও অংশ নেয়। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধনের বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া, পোগলদীঘা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, পোগলদীঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার, উপজেলা বিএনপি সদস্য রাশেদুল ইসলাম লিটন, স্থানীয় জামায়াত ইসলামী নেতা রিপন বাবু, নিহত বিপুলের পিতা আনোয়ার হোসেন, ছোট ভাই আলহাজ উদ্দিন, আল আমিন ও নিহতের ছেলে মুবিন মিয়া প্রমুখ।

নিহত ও আহতদের আত্মীয়স্বজন, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৬:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ইলেক্ট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। ২১ জানুয়ারি মঙ্গলবার সকালে সরিষাবাড়ী-তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে তারাকান্দি মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৭ জানুয়ারি জমি নিয়ে বিরোধের জের ধরে ইলেক্ট্রিক মিস্ত্রি আতাউর রহমান বিপুলকে নৃশংসভাবে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করে। এরপর তার স্ত্রী মুক্তা বেগম ও মা আসমা বেগমকেও কুপিয়ে রক্তাক্ত করে আহত করে।

এ ঘটনার রাতে নিহতের বড় ভাই আল আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু মামলার প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

সরিষাবাড়ী : বিপুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত  মানববন্ধনে ছাত্রীরাও অংশ নেয়। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধনের বক্তব্য রাখেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া, পোগলদীঘা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, পোগলদীঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, পোগলদীঘা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার, উপজেলা বিএনপি সদস্য রাশেদুল ইসলাম লিটন, স্থানীয় জামায়াত ইসলামী নেতা রিপন বাবু, নিহত বিপুলের পিতা আনোয়ার হোসেন, ছোট ভাই আলহাজ উদ্দিন, আল আমিন ও নিহতের ছেলে মুবিন মিয়া প্রমুখ।

নিহত ও আহতদের আত্মীয়স্বজন, স্থানীয় এলাকাবাসী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।