ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে জামালপুর সদরের ২৪০ কৃতী শিক্ষার্থী পেল সংবর্ধনা দেওয়ানগঞ্জে বর্ষালী ধানের বীজ রোপণে কৃষকদের সর্বনাশ ১২ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে লড়বে সরিষাবাড়ী ও মেলান্দহ উপজেলা দল শিক্ষার্থীদের গাছের চারা দিল শেরপুরের শাইন্ ও বার্ড ক্লাব গরুচুরির অপবাদে ট্রাকচালককে পিটিয়ে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

জামালপুরে জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন। ছবি: বাংলারচিঠিডটকম

স্বাধীন বাংলাদেশে প্রথম গড়ে উঠা, ত্যাগ ও সাহসী সংগ্রামের প্রতিবাদী রাজনৈতিক সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী জামালপুরে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের সকাল বাজারস্থ জেএসডির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেএসডি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন।

আমীর উদ্দিন বলেন, আমরা বড় দুর্ভাগা জাতি। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে যদিও সিরাজদৌলা আমাদের দেশিও কোন ব্যক্তি নয়। আমরা তাকে স্বাধীনতার রাজ পুরুষ হিসেবে বিবেচনা করে ৫৭ সালে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি। তারপর ১৭০৭ থেকে ১৮১২ সাল পর্যন্ত এই দীর্ঘসময় ফকির মজনু শাহ্ এবং ভবনী জাসদরা বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন জামালপুরে টিপু শাহ্ পাগলেরা এবং ফরিদ শাহ্ পাগলেরা বৃটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। ১৯৪০ এর দিকে হাজী শরিয়ত উল্লাহ এবং তার ছেলে দুদু মিয়া ফরাসি আন্দোলনের মধ্যদিয়ে কৃষকদের সংগঠিত করেছেন।

জেএসডি নেতা আমীর উদ্দিন বলেন, ১৮৩১ সালে আহম্মেদ তিতমী ফরিদপুর অঞ্চলকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি স্বাধীন সরকার গঠন করেছিলেন। জেনারেল চোয়ানির বিরুদ্ধে তিনি সাহসী কথার সাথে বাঁশের লাঠি দিয়ে অন্তরে স্বাধীনতার চেতনা নিয়ে লড়াই করে আত্মহতি দিয়ে জীবন দিয়েছিলেন।

জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজ, জেএসসির উপদেষ্টা লেখক ও গবেষক মশিউল আলম বাবুল, সহ-সভাপতি হাফিজুর রহমান মাস্টার, সাংবাদিক আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, দেওয়ান আব্দুল মালেক, যুগবাণী নজরুল চর্চা কেন্দ্র জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী আবুল বাশার, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাদল তরফদার, ভাসানী অনুসারী পরিষদের নেতা সোহেল রানা ও ইতি রাণী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না

জামালপুরে জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ১০:০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

স্বাধীন বাংলাদেশে প্রথম গড়ে উঠা, ত্যাগ ও সাহসী সংগ্রামের প্রতিবাদী রাজনৈতিক সংগঠন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী জামালপুরে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর শুক্রবার বিকেলে শহরের সকাল বাজারস্থ জেএসডির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেএসডি জামালপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমীর উদ্দিন।

আমীর উদ্দিন বলেন, আমরা বড় দুর্ভাগা জাতি। ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে যদিও সিরাজদৌলা আমাদের দেশিও কোন ব্যক্তি নয়। আমরা তাকে স্বাধীনতার রাজ পুরুষ হিসেবে বিবেচনা করে ৫৭ সালে আমরা আমাদের স্বাধীনতা হারিয়েছি। তারপর ১৭০৭ থেকে ১৮১২ সাল পর্যন্ত এই দীর্ঘসময় ফকির মজনু শাহ্ এবং ভবনী জাসদরা বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন জামালপুরে টিপু শাহ্ পাগলেরা এবং ফরিদ শাহ্ পাগলেরা বৃটিশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। ১৯৪০ এর দিকে হাজী শরিয়ত উল্লাহ এবং তার ছেলে দুদু মিয়া ফরাসি আন্দোলনের মধ্যদিয়ে কৃষকদের সংগঠিত করেছেন।

জেএসডি নেতা আমীর উদ্দিন বলেন, ১৮৩১ সালে আহম্মেদ তিতমী ফরিদপুর অঞ্চলকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি স্বাধীন সরকার গঠন করেছিলেন। জেনারেল চোয়ানির বিরুদ্ধে তিনি সাহসী কথার সাথে বাঁশের লাঠি দিয়ে অন্তরে স্বাধীনতার চেতনা নিয়ে লড়াই করে আত্মহতি দিয়ে জীবন দিয়েছিলেন।

জেএসডি ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজ, জেএসসির উপদেষ্টা লেখক ও গবেষক মশিউল আলম বাবুল, সহ-সভাপতি হাফিজুর রহমান মাস্টার, সাংবাদিক আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, দেওয়ান আব্দুল মালেক, যুগবাণী নজরুল চর্চা কেন্দ্র জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী আবুল বাশার, ভাসানী অনুসারী পরিষদ জামালপুর জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাদল তরফদার, ভাসানী অনুসারী পরিষদের নেতা সোহেল রানা ও ইতি রাণী প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জামালপুর জেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।