‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ এ স্লোগান সামনে রেখে জামালপুরে ২৯ সেপ্টেম্বর রবিবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করা হয়। অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুদের সমাবেশ। পরে সম্মেলন কক্ষে ফিতা কেটে উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, মাতৃগর্ভ থেকেই শিশুর বিকাশের জন্য কাজ করতে হবে। পাঁচ বছর সময় পর্যন্ত একটা শিশুর শারীরিক, মানসিক ও মেধা বিকাশের মুখ্য সময়। এ সময়ের মধ্যে শিশুর পুষ্টিকর খাদ্যসহ সার্বিক যত্ন নেয়া প্রতিটি মা, বাবার একান্ত দায়িত্ব। এ ব্যাপারে তাদের সচেতনতা জরুরি।
তিনি বলেন, পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা ও চেতনা বিকাশের জন্যে কাজ করতে হবে। বিদ্যালয়গুলোতে আরও বেশি যত্নশীল হতে হবে। মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসক বলেন, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধের পাশাপাশি শিশুদের সর্বোত্তম সুরক্ষায় আমাদের নজর দিতে হবে।
তিনি শিশু একাডেমির নিজস্ব জায়গার বিষয়ে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম স্বপ্না, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও বাংলারচিঠি ডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সংস্কৃতি কর্মী সাযযাদ আনসারী, জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, জিলা স্কুলের ছাত্র কে এম আফনান সামিদ, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী ইশরাত জাহান, অপরাজেয় বাংলাদের শিশু অহনা জান্নাত, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুলের ছাত্র মাধুর্য ঘটক প্রমুখ।
অপরদিকে, কন্যা শিশুদের অধিকার আদায়ের দাবিতে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি। অপরাজেয় বাংলার কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।