শেরপুরের নকলা থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান যোগদান করেছেন। ২০০৫ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন।
হাবিবুর রহমান সাবেক ওসি মো. আব্দুল কাদের মিয়ার স্থলাভিষিক্ত হয়ে ২৩ সেপ্টেম্বর সোমবারে থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি জামালপুর জেলার সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত ওসি হাবিবুর রহমানের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন (বিশ্ববিদ্যালয়) কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
ওসি হাবিবুর রহমান নকলা থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।