
জিএম ফাতিউল হাফিজ বাবু
নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ফজলু মিয়ার পরিবারকে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে নিহত ফজলু মিয়ার পরিবারকে ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বরাদ্দ করা নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন ও ফজলু মিয়ার স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের গুলিতে নিহত চরকাউরিয়া সীমারপাড় এলাকার রিপন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।